প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:07 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:11 AM

টি-ব্যাগ ও ওষুধের স্ট্রিপে বিশ্বকাপের গল্প

জেরিন আহমেদ: পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে ও পরিবেশদূষণ রোধে এখন অনেক তরুণ নানাভাবে কাজ করছেন। মো. সাদিত উজ জামান তাঁদের মধ্যেই একজন। ব্যবহৃত টি-ব্যাগটি ময়লার ঝুড়িতে ফেলে না দিয়ে বরং সেটা শুকিয়ে পরিষ্কার করে তার ওপরই আঁকেন সমকালীন ঘটনার ছবি। পাশাপাশি জাঙ্ক জার্নিস নামেও তাঁর একটি প্রকল্প রয়েছে। তাঁর আওতায় বেভারেজ ক্যান, ওষুধের স্ট্রিপ, দিয়াশলাই বাক্স, পুরোনো ইনহেলার,  বোতল, চিপসের প্যাকেটের মতো জাঙ্ক ম্যাটেরিয়ালও ছবি আঁকার কাজে ব্যবহার করছেন সাদিত। বিশ্বকাপকে কেন্দ্র করে মো. সাদিত উজ জামান টি-ব্যাগ এবং ওষুধের স্ট্রিপে এঁকেছেন জনপ্রিয় দলের খেলার বিশেষ মুহূর্তের ছবি, ফুটবল তারকা ও পতাকার ছবি। এ ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে মেসি ও নেইমারের প্রতিকৃতি।

মো. সাদিত বলেন, বিশ্বকাপ এলেই আনন্দের ব্যাপার। আমাদের প্রিয় দলের যখন জয় হয় তখন স্বাভাবিকভাবেই আনন্দ লাগে। আবার যদি হেরে যায় তখন মন খারাপও হয়। সব মিলেই একটা উন্মাদনা। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের যে উন্মাদনা তাকে সচেতনভাবে আরও খানিক বাড়িয়ে দিতে চেয়েছেন সাদিত। এর মূলে রয়েছে সচেতনতার প্রয়াস। জাঙ্ক উপকরণগুলো পরিবেশের ক্ষতি না করুক, সেগুলো থেকে তৈরি হোক সৃষ্টিশীল জিনিসপত্র—সাদিতের চাওয়া সেটাই। তিনি শুধু যে ফেলে দেওয়া টি-ব্যাগের ওপরে ছবি এঁকেছেন, তা নয়। ওষুধের স্ট্রিপেও ছবি এঁকেছেন।

পরিবেশের সুরক্ষায় জাঙ্ক উপকরণের সঠিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। মো. সাদিত উজ জামান জানিয়েছেন, রিসাইকেল আর্টগুলো দেখে মানুষ যেন বুঝতে পারে, চাইলে সবকিছুই কাজে লাগানো যায়। সবকিছু ফেলে দেওয়ার দরকারও নেই। যদি ফেলতেই হয়, তাহলে সঠিক জায়গায় ফেলতে হবে। সম্পাদনা: খালিদ আহমেদ